হোম পেজ এ ফিরে যান   ডাউনলোড ব্যবহার বিধি

 একাউন্ট নিবন্ধন করার প্রক্রিয়া।

ধাপ – ১। যদি আপনি ইতোমধ্যে কোন একাউন্ট নিবন্ধন না করে থাকেন তবে অনলাইনে আবেদন করার জন্য শুরুতেই আপনাকে একাউন্ট নিবন্ধন করতে হবে। একাউন্ট নিবন্ধন করার জন্য হোম পেজ থেকে "একাউন্ট নিবন্ধন" বাটনে ক্লিক করুন তাহলে স্ক্রীন এ নিম্নে প্রদর্শিত চিত্র ১ এর ন্যায় নিবন্ধন ফর্ম দেখাবে।

ধাপ – ২। নিবন্ধন ফরম পুরন করার পর "নিবন্ধন করুন" বাটনে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে একাউন্ট এক্টিভেশন এর জন্য নতুন উইন্ডো প্রদর্শিত হবে চিত্র ২ এর ন্যায়। এখানে আপনের মোবাইল এবং ইমেইল এ প্রেরনকৃত এক্টিভেশন কোড টি টাইপ করে আপনার একাউন্ট টি এক্টিভ করুন।


 ওয়েবসাইটে লগ ইন করার প্রক্রিয়া।

ধাপ – ১। যদি আপনি ইতোমধ্যে একাউন্ট নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তবে সরাসরি "সাইন ইন" লিঙ্কে ক্লিক করুন তাহলে স্ক্রীন এ নিম্নে প্রদর্শিত চিত্র ১ ও ২ ন্যায় লগ ইন ফর্ম দেখাবে ।

ধাপ – ২। আপনার ইউজার ন্যাম ও পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করার জন্য "লগ-ইন করুন" বাটনে ক্লিক করুন।

 অনলাইনে আবেদন করার প্রক্রিয়া।

ধাপ – ১। আপনার নিবন্ধনকৃত একাউন্টে লগ ইন করার পরে অনলাইন আবেদন ফর্ম ৩০১ বাটনে ক্লিক করুন। তাহলে স্ক্রীনে প্রদর্শিত ১ এর ন্যায় ৩০১ নং ফর্ম দেখাবে।


ধাপ – ২। ৩০১ নং ফর্মে প্রয়োজনীয় তথ্যাদি এবং দলিলাদি সংযুক্ত করে submit বাটনে ক্লিক করুন।

ধাপ – ৩। আবেদন পত্র submit করার পরে ট্র্যাকিং নং সংবলিত ম্যাসেজটি সংরক্ষন করুন।(চিত্র-২)



ধাপ – ৪। এখন প্রদানকৃত ট্র্যাকিং নং,প্রয়োজনীয় দলিলাদি(হার্ডকপি), চউক পূবালি ব্যাংক শাখায় জমাকৃত টাকার রশিদ, ফর্ম নির্মাণ অনুমোদন ফি এর চালানের কপিসহ চউক ভবনের ২য় তলায় অবস্থিত Service Delivery Centre - এ যোগাযোগ করুন।

ধাপ – ৫। আপনার জমাকৃত দলিলাদি নিশ্চিতকরন কাগজ সংগ্রহ ও সংরক্ষন করুন।

ধাপ – ৬। আপনার নথির অবস্থা জানার জন্য আপনার মোবাইলে প্রদানকৃত বিসি কেস নং ও ট্র্যাকিং পিন নং টি সংরক্ষন করুন।

 অফলাইন আবেদন করার প্রক্রিয়া।

ধাপ – ১। আপনি যদি অফলাইন আবেদন করতে চান তবে হোমপেজে গিয়ে ডাঊনলোড আবেদন ফর্ম-এ ক্লিক করুন।



ধাপ – ২। ডাঊনলোডকৃত আবেদন ফর্মটি পূরণ করুন এবং আপলোড করে সাবমিট বাটন এ ক্লিক করুন।



ধাপ – ৩। এখন প্রদানকৃত ট্র্যাকিং নং,প্রয়োজনীয় দলিলাদি(হার্ডকপি), চউক পূবালি ব্যাংক শাখায় জমাকৃত টাকার রশিদ, ফর্ম নির্মাণ অনুমোদন ফি এর চালানের কপিসহ চউক ভবনের ২য় তলায় অবস্থিত Service Delivery Centre - এ যোগাযোগ করুন।

ধাপ – ৪। আপনার জমাকৃত দলিলাদি নিশ্চিতকরন কাগজ সংগ্রহ ও সংরক্ষন করুন।

ধাপ – ৫। আপনার নথির অবস্থা জানার জন্ন্য আপনার মোবাইলে প্রদানকৃত বিসি কেস নং ও ট্র্যাকিং পিন নং টি সংরক্ষন করুন।

 চউক এর নির্মাণ অনুমোদন ফি তালিকা

(ক) ভূমি ব্যবহার ছাড়পত্র, আপিল ও নবায়নের জন্য আবেদন ফি : প্রতিবারের জন্য ১,০০০.০০(এক হাজার) টাকা মাত্র

(খ) বিশেষ প্রকল্প ছাড়পত্র ও আপিলের জন্য আবেদন ফি : প্রতিবারের জন্য ১,০০০.০০(এক হাজার) টাকা মাত্র

(গ) ইমারত নিমার্ণ অনুমোদন ফি : প্রতি ইমারতের সর্বমোট মেঝে এলাকার ভিত্তিতে নিন্মোক্ত ছক অনুযায়ি নির্ধারণযোগ্য হইবে

ইমারত নির্মাণ অনুমোধন ফি
ক্রমিক প্রতি ইমারতের সকল তলা মিলাইয়া সর্বমোট মেঝে এলাকা নির্ধারিত ফি(টাকা)
৫০ বর্গমিটার পর্যন্ত ১৭৫/-
৫০ বর্গমিটারের ঊর্ধব হইতে ১০০ বর্গমিটার পর্যন্ত ৩৫০/-
১০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ২০০ বর্গমিটার পর্যন্ত ৫২৫/-
২০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ৩০০ বর্গমিটার পর্যন্ত ৭০০/-
৩০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ৫০০ বর্গমিটার পর্যন্ত ১,৩০০/-
৫০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ১০০০ বর্গমিটার পর্যন্ত ৩,৬০০/-
১০০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ১৫০০ বর্গমিটার পর্যন্ত ৭,৮০০/-
১৫০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ২০০০ বর্গমিটার পর্যন্ত ১১,০০০/-
১০ ৩০০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ৪০০০ বর্গমিটার পর্যন্ত ১১,০০০/-
১১ ৪০০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ৫০০০ বর্গমিটার পর্যন্ত ১১,০০০/-
১২ ৫০০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ১০০০০ বর্গমিটার পর্যন্ত ৮৩,০০০/-
১৩ ১০০০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ১৫০০০ বর্গমিটার পর্যন্ত ১,০৫,০০০/-
১৪ ১৫০০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ২০০০০ বর্গমিটার পর্যন্ত ১,৩০,০০০/-
১৫ ২০০০০ বর্গমিটারের ঊর্ধব হইতে ৩০০০০ বর্গমিটার পর্যন্ত ২,০৭,০০০/-
বিশেষ দ্রষ্টব্য :
১। একই সাইটে একাধিক ইমারত নির্মাণের ক্ষেত্রে প্রতিটি ইমারতের আলাদা সর্বমোট মেঝে এলাকার জন্য ফি প্রদান করিতে হইবে (একই সাইটে সকল ইমারতের সর্বমোট মেঝে এলাকার ভিত্তিতে ফি নির্ধারত হইবে না)।

২। মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জা প্রভৃতি ধর্মীয় উপাসনালয়ের কোন অংশ ধর্মীয় উপাসনা এবং তাহার আনুষঙ্গিক ব্যবহার ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাইবেনা এবং উপাসনালয়ের জন্য ইমারত নির্মান অনুমোদন ফি প্রদান করিতে হইবেনা ।

(ঘ) পাহাড় কর্তন এর জন্য অনুমোদন, সংশোধন ও পরির্তন ফি : প্রতিবারের জন্য বিঘা প্রতি ৩০,০০০.০০(ত্রিশ হাজার)টাকা এবং নূন্যতম ৩০,০০০.০০(ত্রিশ হাজার) টাকা ।

(ঙ) পুকুর খনন এর জন্য অনুমোদন, সংশোধন ও পরির্তন ফি : প্রতিবারের জন্য বিঘা প্রতি ১০,০০০.০০(দশ হাজার)টাকা এবং নূন্যতম ১০,০০০.০০(দশ হাজার) টাকা ।

(চ) ব্যবহার উপযোগিতা সনদপত্র ও সনদপত্র নবায়নের জন্য ফি : প্রতিবারের জন্য ১,০০০.০০(এক হাজার) টাকা ।

 ব্যবহার ভেদে ইমারত বা স্তাপনার শ্রেণীবিন্যাস

(মুল ব্যবহার অনু্যায়ি ভবনের শ্রেণীবিন্যাস নিন্মোক্ত হইবে)
ভবনের শ্রেণি ভবনের উপ-শ্রেণী ব্যবহার ধরনণ
A. আবাসিক A-1 একক পরিবার বাড়ি
A-2 এ্যাপার্টমেন্ট ও ফাট বাড়ী
A-3 মেস, হোস্টেল, ইত্যাদি
A-4 নিম্নবিত্তদের বাড়ি
A-5 আবাসিক হোটেল
B. শিক্ষা প্রতিষ্ঠান B-1 শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক ভবন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
B-2 প্রাথমিক শিক্ষা, কিন্ডারগার্ডেন
C. প্রাতষ্ঠানিক C-1 শিশু পরিচর্্যা , বয়স্ক পরিচর্্যাক
C-2 কারাগার বা এজাতীয় শোধন
C-3 পেশাজীবি, গবেষণা, সমবায় ও অন্যান্য প্রতিষ্ঠান
C-4 মানসিক ও অন্যান্য শোধন কেন্দ্র
D. স্বাস্থ্যসেবা D-1 হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম
D-2 জরুরি চিকিৎসা কেন্দ্র
E. সমাবেশ E-1 বড় মিলানয়াতন(আসন স্থানান্তর যোগ্য নয়)
E-2 ছোট মিলানয়াতন(আসন স্থানান্তর যোগ্য নয়)
E-3 বড় মিলানয়াতন(আসন স্থানান্তর যোগ্য)
E-4 ছোট মিলানয়াতন(আসন স্থানান্তর যোগ্য)
E-5 ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক (স্টেডিয়াম, জিমনেসিয়াম, মিউজিয়াম, আর্টস গ্যালারি ইত্যাদি)
F. বাণিজ্যিক F-1 অফিস
F-2 ছোট দোকান এবং বাজার
F-3 বড় দোকান এবং বাজার
F-4 গ্যারেজ এবং পেট্রোল বা গ্যাস স্টেশন, টার্মিনাল, হ্যাঙ্গার,সাইলা
F-5 নিত্য প্রোয়োজনীয় অন্যান্য সেবা
G. শিল্প কারখানা G-1 কম বিপজ্জনক কারখানা
G-2 সাধারন বিপজ্জনক কারখানা
H. গুদাম H-1 কম দাহ্য পদার্থের গুদাম
H-2 সাধারন দাহ্য পদার্থের গুদাম
J. বিপজ্জনক ব্যবহারের ভবন J-1 বিস্ফোরণ ঘটতে পারে এমন কর্মকান্ড যে ভবনে হবে
J-2 রাসায়নিক, জিবাণু, বিকিরণ, ধরণের বিপজ্জনক
K. বিবিধ K-1 ব্যক্তি মালিকানাধীন গাড়ির গ্যারেজ এবং বিশেষ ধরণের স্ট্রাকচার
K-2 প্রাচীর, ট্যাংক, টাওয়ার ইত্যাদিক

 নথির অবস্থা জানার প্রক্রিয়া

ধাপ – ১। নথির অবস্থা জানার জন্য হোমপেজে গিয়ে নথির অবস্থা জানুন বাটনে ক্লিক করলে নিন্মের চিত্রের ন্যায় প্রদর্শিত ফর্ম দেখাবে।



ধাপ – ২। SDC হতে আপনার মোবাইলে প্রদানকৃত বিসি কেস নং ও ট্র্যাকিং পিন নং দিয়ে অনুসন্ধান করুন।

 পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নতুন পাসওয়ার্ড পাবেন

ধাপ – ১। আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড ভূলে গেলে তা পূনরূদ্দার করার জন্য সাইন ইন অপশন থেকে "পাসওয়ার্ড ভুলে গেছেন" অপশন এ ক্লিক নিন্মের চিত্রের ন্যায় প্রদর্শিত ফর্ম দেখাবে।

ধাপ – ২। এরপর আপনার ইমেইল প্রদান করবে পাসওয়ার্ড পূনরূদ্দার করুন।

 মোবাইলে এক্টিভেশন কোড না পেলে কি করবেন?

ধাপ – ১। মোবাইলে এক্টিভেশন কোড না পেলে তা পাওয়ার জন্য হোম পেজ থেকে "এক্টিভেশন কোড রিসেন্ড" এ ক্লিক করতে হবে ।

ধাপ – ২। এরপর আপনার মোবাইল ও ইমেইল প্রদানকৃত কোডটি পুরন করে আপনার একাউন্ট টি এক্টিভ করুন।।